৪০ বছরের মধ্যেই জলের তলায় কলকাতা?

বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবীর যে ১০টি দেশ সবথেকে বেশি ঝুঁকির মুখে দাঁড়িয়ে, তার মধ্যে একেবারে উপরের দিকে রয়েছে কলকাতা এবং মুম্বই। গ্লোবাল এনভারনমেন্টাল আউটলুক-এ বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তনের সবথেকে বেশি প্রভাব পড়বে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। যে ১০টি দেশ সবথেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে, তার মধ্যে ভারতের নাম সবথেকে উপরে। এবং ভারতের মধ্যে সবথেকে বড় বিপদের সামনে দাঁড়িয়ে কলকাতা এবং মুম্বই।

ভারতের প্রায় ৪০০ লক্ষ, বাংলাদেশের ২৫০ লক্ষ, চিনে ২০ লক্ষের বেশি এবং ফিলিপিন্সে ১৫০ লক্ষের বেশি মানুষ প্লাবিত হতে পারেন বলে রাষ্ট্রসংঘের রিপোর্টে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।

শুধু বিশ্ব উষ্ণায়ন নয়। এর জন্য দায়ী করা হয়েছে অপরিকল্পিত নগরোন্নয়নকেও। বলা হয়েছে, উপকূলবর্তী এলাকায় ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে তাল না-রেখে একের পর এক নির্মাণকাজ চালিয়ে গিয়েছে মানুষ। ২০৭০ সালের মধ্যে যে ক’টি উপকূলের নিকটবর্তী শহর ভেসে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে, তার মধ্যে কলকাতা যেমন রয়েছে, তেমনই রয়েছে ঢাকা, ইয়ানগন, গুয়াংঝৌ, শাংহাইয়ের মতো শহর।-এবেলা



মন্তব্য চালু নেই