কোরআন প্রতিযোগিতায় বিশ্বে ৪র্থ বাংলাদেশের ‘অন্ধ হাফেজ’

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৪র্থ স্থান লাভ করেছেন বাংলাদেশের ‘অন্ধ হাফেজ’ তানভীর হোসাইন। ইরানের রাজধানী তেহরানে ‘এক গ্রন্থ, এক উম্মাহ’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। মঙ্গলবার রাতে শেষ হয়েছে এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭৫টি দেশের ১৩০ জন ক্বারি ও হাফেজ প্রতিনিধি অংশ নেন।

ইরানের আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। তারা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি আবদুল গাফুর জুহারচি প্রথম হয়েছেন। আর তুরস্কের প্রতিনিধি আহমাদ সারিকায়া এবং তিউনিশিয়ার প্রতিনিধি পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

উল্লেখ্য, ১১ মে শুরু হয় প্রতিযোগিতাটি। এতে তিন বাংলাদেশি অংশ নেন। তারা হলেন-হাফেজ তানভীর হোসাইন, মো. শরীফ আল আমিন ও মো. হাবিবুর রহমান।



মন্তব্য চালু নেই