সাতক্ষীরা সদরের ছয়িঘরিয়ায় আবারো বাসের ধাক্কায় ১ নছিমন যাত্রী নিহত
একরামুল কবীর, ষ্টাফ করেসপন্ডেন্ট, সাতক্ষীরা : যশোর সাতক্ষীরা মহা সড়কের সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া নামক স্থানে আাবারো যাত্রীবাহী বাসের ধক্কায় এক নছিমন যাত্রী নিহত হলো। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
সাতক্ষীরা সদর থানার বিট অফিসার এস আই হিমেল জানান, সকালে ঝাউডাঙ্গা থেকে একটি নছিমনের যাত্রী হয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন সদর থানার গোবিন্দকাটি গ্রামের গোপাল চন্দ্র গাইনের স্ত্রী নয়ন তারা। সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে আসলে সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রী বাহি বাস নছিমনকে ধাক্কা দেয়। এতে করে নয়ন তারা মারতœভাবে আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়। খুলনা যাওয়ার পথে সন্ধ্যা ৭ টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি স্থানে তার মৃত্যু হয়। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্র¯তুতী চলছিল।
উল্লেখ্য ঐ একই স্থানে গত জ্জ দিন আগে ঢাকা গামী একটি পরিবহন বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৩ জন নিহত হয়।
মন্তব্য চালু নেই