পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্ঠিত

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট)  জয়পুরহাটের পাঁচবিবিতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের প্রদর্শণী ও মাঠ দিবস অনুষ্ঠিত। আজ সোমবার বেলা ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়নের শুকুরমূয়ী গ্রামে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের প্রদর্শণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র গ্রামের কৃষক মোঃ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ মহব্বত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস ও এলাকার কৃষক শামিম হোসেন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে কৃষক শামিমের জমিতে পরীক্ষামূলক এলাকার কৃষকদেরকে ধান কেটে মাড়াই, ফ্যান ও বস্তায় প্যাকেট করে দেখানো হয়। এর পরে আর একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয় একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। প্রধান অতিথি বলেন এই পদ্ধতিতে কৃষকরা ধান কাটলে তাদের শ্রমীক মুজুরী ও সময় অনেক কম লাগবে।



মন্তব্য চালু নেই