নাটোরে রাইস মিলে শ্রমিকদের সংঘর্ষঃ নিহত ১, আহত ২

নাটোরের বড়াইগ্রামে শ্রমিকদের দু গ্রুপের সংঘর্ষে সাকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অপর ২ শ্রমিক। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আওয়ার নিউজ বিডি ডটকমকে জানান, রাইসমিলে শ্রমিক নিয়োগে গড়মাটি ও কলোনি পাড়া গ্রামের শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে গড়মাটি গ্রামের শ্রমিকরা মিলে কাজ করতে গেলে কলোনি পাড়ার শ্রমিকরা তাদের মিল হতে বের করে দেয়। এতে গড়মাটির শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মিলের সামনে অবস্থান নেয়। এসময় কলোনির শ্রমিকরা মুখোমুখি অবস্থান করলে সংঘর্ষ বাধে। তারা দেশিয় অস্ত নিয়ে দাঙ্গা বাধালে ৩জন আহত হন। আহতের মধ্যে গড়মাটির সাকিব ও সাইফুদ্দিন কে আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাকিব মারা যান। সাইফুদ্দিন বর্তমান চিকিৎসাধিন। অপর আহত সুমন বনপাড়া ক্লিনিকে ভর্তি হয়েছে বলে ওসি জানান।



মন্তব্য চালু নেই