পাঁচবিবিতে ইসলামী ব্যাংকের কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ ও পুরষ্কার বিতরণ

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষন ও শ্রেষ্ঠ কেন্দ্র প্রধানদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ পাঁচবিবি শাখার আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী প্রধানদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচি আজ শুক্রবার সকালে ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক সেত্তাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এক্সিউটিভ ভাইচ প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মতিয়ার রহমান। বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, বগুড়া জোনের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম, পাঁচবিবি শাখার ম্যানেজার অপারেশন সামিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, এনজিও সমন্নয় পরিষদের পাঁচবিবি উপজেলার সভানেত্রী ও ইসলামী ব্যাংকের নারী উদ্যোগক্তা আয়েশা আক্তার, কেন্দ্র প্রধান নিয়ামুল ইসলাম, বুলবুলি বেগম, মোস্তাক আহমেদ, ডেইজি আক্তার, সহকারী কেন্দ্র প্রাধান শ্রী বিমল চন্দ্র সরকার প্রমুখ। উল্লেখ্য পাঁচবিবি শাখায় এই প্রকল্পের কাজ ২০১৫ সালে শুরু হয়। বর্তমানে উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নে ২৯ টি গ্রামে ৬৩ টি কেন্দ্র আছে। ১৯০৮ জন সদস্য রয়েছে, এর মধ্যে বিনিয়োগ গ্রহণ করেছেন ১৪৪৭ জন। এই প্রকল্পের শ্লোগান হচ্ছে আদর্শ গ্রাম- বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে-ইসলামী ব্যাংক।



মন্তব্য চালু নেই