টিএসসিতে রাস্তা বন্ধ করে ছাত্রলীগের সমাবেশ
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ কর্মসূচি পালন করেন তারা। তবে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করায় এ পথ দিয়ে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, আন্তর্জাতিক চক্রান্ত হলেও প্রধানমন্ত্রী সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। সব বাধা অতিক্রম করে যুদ্ধাপরাধীদের বিচার করছেন।
কুখ্যাত রাজাকার নিজামীর ফাঁসি কার্যকরের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাঈন বলেন, জামায়াত আত্মস্বীকৃত রাজাকার।
ছাত্র শিবিরের সভাপতিকে উদ্দেশ্য করে জাকির বলেন, ৩০ সেকেন্ডের মধ্যে সব স্বাধীনতা বিরোধীদেরকে বিতাড়িত করা ছাত্রলীগের পক্ষে সম্ভব। ছাত্রলীগের প্রতি কেউ যাতে আঙ্গুল তুলে দেখাতে না পারে সেদিকে সজাগ থাকাতে হবে।
হরতালে রাজধানীতে যানচলাচল স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেন, জামায়াতের হরতাল মানুষ মানে না। প্রত্যাখ্যান করেছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, নিজামীর ফাঁসি পঞ্চম উইকেটের পতন। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই একের পর এক স্বাধীনতা বিরোধীদের ফাঁসি কার্যকর সম্ভব হচ্ছে।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীর আশ্রয় প্রশ্রয়দাতা জিয়াউর রহমান। তবে পরবর্তীতে খালেদা জিয়া তাদের পাশে রয়েছেন। খালেদা জিয়া এসব কুখ্যাত রাজাকারদেরকে বারবার মন্ত্রী বানিয়েছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, আনোয়ার হোসেন আনু, ইমতিয়াজ বুলবুল বাপ্পী, আদিত্য নন্দি, সোহান খান, নুশরাত জাহান নুপুর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, রেজাউল ইসলাম রেজা, দিদার মো. নিজামুল ইসলাম, সায়েম খান, চন্দ্র শেখর মণ্ডল, শেখ ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, বিএম ইহতেশাম, তানজীল ভুইয়া তানভীর, স্বজীব বিশ্বাস, শওকতুজ্জামান সৈকত, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, প্রচার সম্পাদক বাবু, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বিপ্লব, জিয়াউর রহমান হলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু প্রমুখ।
মন্তব্য চালু নেই