মাদ্রাসা বোর্ডে পাস ও জিপিএ-৫ কমেছে
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে ৫ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক। এছাড়া গতবারের চেয়ে দাখিলে এবার পাসের হার কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ।
বুধবার প্রকাশিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
দাখিলে গত বছর ১১ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসেবে এবার পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থী কমেছে ৫ হাজার ৪৪৩ জন।
দাখিলে এবার ৮৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই পরীক্ষায় ৯০ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করে।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদ্রাসা মিলে মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
পাস করেছে ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন।
মন্তব্য চালু নেই