নিজামীর ফাঁসির প্রস্তুতি চলছে কারাগারে
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল থেকেই তারা দফায় দফায় বৈঠক করেছেন। এরই মধ্যে চার জল্লাদের ফাঁসি কার্যকরের মহড়াও সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে দুপুর ১২টায় কেন্দ্রীয় কারাগারের জেলার নেছারুল আলম বলেন, আইনি সব প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। তবে নিজামী প্রাণভিক্ষা চাইবেন কি না, তা জানা হয়নি। দুপুরের পরই তার কাছে প্রাণভিক্ষা চাওয়ার সরকারি ফরম দেওয়া হবে। আর না চাইলে ফাঁসি কার্যকর করা হবে।
তবে কবে ফাঁসি হবে তা জানাননি এই কর্মকর্তা।
ফাঁসি কীভাবে হবে তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালের দিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছারুল আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা একাধিকবার বৈঠক করেছেন। ফাঁসির মঞ্চসহ আশপাশের স্থান পরিদর্শন করেন তারা।
গত ৫ মে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। এরপর রোববার রাতে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
মন্তব্য চালু নেই