নিজামীকে কাশিমপুর থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

জামায়াতের আমির ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে কারারক্ষী পুলিশ নিজামীকে নিয়ে যাওয়া হয় বলে কারাসূত্রে জানা গেছে।

এদিকে, গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনও নিজামীকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগারের পার্ট টু এর ৪০ নম্বর সেলে বন্দি ছিলেন।

গত ৫ মে সকালে নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। সর্বশেষ ধাপে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তিনি। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না। আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই