পাঁচবিবিতে মা দিবস উদ্যাপন
তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) থেকে: জয়পুরহাটের পাঁচবিবিতে মা দিবস উদ্যাপন হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাডঃ সামছুল আলম দুদু।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের প্রফেসার বরজান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াছমিন, ধরঞ্জী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম মস্তোফাসহ আরো অনেকে। পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে ১৩ জন বেকার মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি।
মন্তব্য চালু নেই