‘জুলহাজ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দরকার’
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, জুলহাজ ও তনয় হত্যাকাণ্ড নৃশংস ও বর্বরোচিত।
তিনি বলেন, এসব হত্যাকাণ্ডে তিনি ব্যথিত ও ক্ষুব্ধ। যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার দরকার।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে বৈঠককালে এসব কথা বলেন নিশা দেশাই ।
নিশা বলেন, এসব হত্যাকাণ্ডে আল-কায়েদাসহ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী যেভাবে দায় স্বীকার করছে তা অবিশ্বাস করার কোনো কারণ নেই। এসব হত্যাকাণ্ডের মধ্যদিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। তাদের নির্মূল করবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ, সাইবার ক্রাইমের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
মন্তব্য চালু নেই