আশুলিয়ায় বাসচাপায় ৬ বছরের ১ শিশু নিহত

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় এক পথ শিশু মারা গেছে। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের নাম- জোসনা আক্তার (৬)। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাড়টিয়া এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। সে তার বাবা-মার সাথে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক বস্তিতে থেকে ময়লা-আবর্জনা থেকে কাগজ কুড়াতো।

সোমবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুরে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর ময়লার স্তুপ থেকে কাগজ কাড়ানো পর ওই শিশু রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ নিহতের মরদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই