৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা আনলো স্যামসাং

দক্ষিণ কোরিয়ার বাজারে এলো স্যামসাংয়ের ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ক্যামেরা। এই ক্যামেরাকে বলা হচ্ছে গিয়ার ৩৬০ ডিগ্রি। দেশটিতে এই ক্যামেরা বিক্রি করা হচ্ছে ৩ লাখ ৯৯ হাজার উয়নে। বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ২৭ হাজার ৩৬১ টাকা।

আকর্ষণীয় ডিজাইনে তৈরি এই ভিআর ক্যামেরাটি যেকোনো স্ট্যান্ড কিংবা টেবিলে বসানো যায়। পাশাপাশি ট্রাইপড কিংবা ড্রোনে ঝুলিয়েও ৩৬০ ডিগ্রি ভিডিও ধারণ করা যায়।

গোলাকার এই ক্যামেরাটিতে ডুয়েল লেন্স রয়েছে। এতে একজোড়া মাইক্রোফোন আছে। যা দিয়ে অডিও ধারণ করা যাবে। ক্যামেরাটিতে মাইক্রোএসডি কার্ড স্লট আছে। এতে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি সমর্থন করে।

ক্যামেরাটিতে চারটি আলাদা আলাদ শুটিং মোড আছে। এগুলো হলো, ভিডিও, ফটো, টাইম ল্যাপ্স ভিডিও এবং লুপিং ভিডিও। এই ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফোনে সরাসরি সম্প্রচার কিংবা গিয়ার ভিআরের মাধ্যমে ৩৬০ ডিগ্রিতে উপভোগ করা যাবে।



মন্তব্য চালু নেই