ভিডিও গেমস খেলতে ব্যাঘাত ঘটানোয় শিশুকন্যাকে খুন

কম্পিউটারে ভিডিও গেমস খেলায় ব্যাঘাত ঘটানোর জন্য শিশুকন্যাকে খুন করলো বাবা। এই ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

জানা যায়, ঐ খুনী বাবা কম্পিউটারে একমনে গেম খেলছিল। কিন্তু দুই বছরের ছোট্ট শিশুকন্যা বারবারই মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। শেষ পর্যন্ত সে খেপে গিয়ে মেয়েকে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করে। ঐ যুবকের নাম যুবক অ্যান্টনি মাইকেল স্যান্ডার্স। তার বয়স ৩১ বছর।

গত ডিসেম্বরে টেক্সাসে এলি স্যান্ডার্সকে হত্যার অভিযোগ আনা হয়েছে অ্যান্টনির বিরুদ্ধে। ওয়াতাউগার পুলিশ এ কথা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অ্যান্টনির স্ত্রী একটি অনুষ্ঠানে বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে এলি ও পাঁচ বছরের ছেলের দেখাশোনার জন্য ছিল অ্যান্টনি। কিন্তু কম্পিউটারে গেমস খেলার সময় এলি বারবার ব্যাঘাত ঘটানোয় মেজাজ সপ্তমে চড়ে যায় তার। একরত্তি মেয়েকে প্রচণ্ড মারধর শুরু করেন। এতেই তার রাগ থামেনি। এলির মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন তিনি। অ্যান্টনির বরাবরই কম্পিউটার গেম খেলার নেশা রয়েছে।

টারান্ট কাউন্টির মেডিক্যাল পরীক্ষক চলতি মাসেই জানিয়েছেন, শ্বাসরুদ্ধ হয়েই এলি মারা যায়।



মন্তব্য চালু নেই