গাংনীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী নিহত
মেহেরপুর প্রতিনিধি ॥ গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের তেল পাম্পের নিকট যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর বাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু খাঁ(৫৫) ঘঁটনাস্থলেই মারা গেছেন।আজ বুধবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের সময় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আবু খাঁ উপজেলার ধর্মচাকী গ্রামের খেদের আলী খাঁর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে গাংনীর উদ্দেশ্যে আসা দ্রুতগামী বাস (যার নং চুয়াডাঙ্গা জ-১১-০০১৫ ) মালসাদহ তেল পাম্পের নিকট পিছন দিক থেকে মোটর সাইকেল আরোহী ( নিজ গ্রাম ধর্মচাকী থেকে গাংনী বাজারের দিকে আসার পথে)আবু খাঁ কে সরাসরি ধাক্কা দিলে ঘঁটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীরা বাসটিতে আগুন ও ভাঙচুর করে । বাসের চাকায় পিষ্ট আবু খাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও ততক্ষণে সে মারা যায়।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে ।এ সময় তেল পাম্পের নিকট পুলিশ মোবাইল কোর্ট বসিয়ে অবৈধ গাড়ী আটকানোর জন্য বসেছিলেন। এসময় পুলিশ মোটর সাইকেল আরোহীকে থামতে বললে আবু খাঁ মোটর সাইকেল স্লো করলে পিছন থেকে আসা দ্রুতগামী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়।
মন্তব্য চালু নেই