জোড়া খুনের মামলায় প্রতিবেদন ২৪ মে
রাজধানীর কলাবাগানে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে খুন করার মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ২৪ মে জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
মামলা দায়েরের পর কলাবাগান থানার পুলিশ মামলার এজাহারসহ প্রয়োজনীয় কাগজপত্র মঙ্গলবার আদালতে জমা দেয়। পরে আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ওই দিন ঠিক করেন।
গত সোমবার আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত নিজেদের কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিয়ে কলাবাগান থানার উত্তর ধানমণ্ডির ৩৫ নম্বর বাসায় প্রবেশ করেন। তারা জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে। খুন করে পালিয়ে যাওয়ার সময় তারা ফাঁকা গুলি করে। তাদের বাধা দিতে গিয়ে ওই বাসার দারোয়ান আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পালানোর সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে মমতাজ নামে এক এএসআই আহত হন।
নিহত জুলহাজ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি বাংলাদেশে সমকামীদের নিয়ে প্রকাশিত রূপবান পত্রিকার সম্পাদক ছিলেন।
মন্তব্য চালু নেই