জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের
জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিআইএস) বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। মঙ্গলবার দুপুরে আনসার আল ইসলামের টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।
ইংরেজিতে দেওয়া টুইট বার্তায় বলা হয়, ‘আল্লাহর শোকর, আনসার আল ইসলামের মুজাহিদিনরা জুলহাজ মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করতে সক্ষম হয়েছে। তারা ছিল বাংলাদেশে সমকামিতা চর্চা ও এর প্রচারের অগ্রদূত। জুলহাজ মান্নান ছিলেন রূপবানের সম্পাদক (সমকামী বিষয়ক সাময়িকী), মাহবুব তনয় ছিলেন সক্রিয় কর্মী। তারা তাদের প্রভু মার্কিন ক্রুসেডার ও ভারতীয় সহযোগীদের সহযোগিতায় তারা ১৯৯৮ সাল থেকে এ দেশে সমকামিতার প্রচারে রাত-দিন কাজ করছিল। ইনশা আল্লাহ, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত দেব।’
প্রসঙ্গত, রূপবান বাংলাদেশে সমকামীদের অধিকার-বিষয়ক একটি সাময়িকী। এটি ২০১৪ সালের জানুয়ারিতে প্রথম বের হয়। জুলহাজ ছিলেন এই সাময়িকীর একজন সম্পাদক। জুলহাজ ও তার বন্ধু তয়নকে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
মন্তব্য চালু নেই