কুমিল্লায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী হোসেন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে ওই ইউনিয়নের আনন্দপুরস্থ তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী সেকান্দর আলীর কর্মীরা সকাল থেকে বহিরাগতদের সমবেত করে কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে ভোটকেন্দ্র দখল, জাল ভোট ও তার এজেন্টদের বের করে দিয়েছেন। এ সময় প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি। তাই নির্বাচনী কোনো পরিবেশ না থাকায় তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন বলে জানিয়েছেন। এসময় স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই