বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে -আব্দুল মান্নান এমপি

বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্বদিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সরকার বছরের শুরুতেই ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ায় তারা ভালো ফলাফল করছে। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীলতার সহিত পাঠদান করতে হবে। বর্তমান সরকার শিক্ষানীতি চালুর মাধ্যমে একটি যুগপোযোগী শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল করেছে। তিনি শনিবার দুপুর ১২টায় উপজেলার রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম নিপুর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ মন্তেজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। আরও বক্তব্য রাখেন রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক প্রমুখ। এর আগে আব্দুল মান্নান এমপি সকাল ১০টায় সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে ডিজিটাল মেলা/১৪ উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এভিএন ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্থ পারিবারিক হাঁস-মুরগী পালনকারীদের পুনর্বাসন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে মুরগী রাখার ঘর, মুরগী ও মুরগীর খাদ্য বিতরণ উপলক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ মন্তেজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইকবাল কবির।



মন্তব্য চালু নেই