আশুলিয়ায় ট্রাক চাপায় ১ যুবক নিহত
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বিশমাইল এলাকায় সড়ক পাড়াপাড়ের সময় ট্রাক চাপায় নিহত হয়েছে নাহিদুর রহমান আশিক নামে এক যুবক; এঘটনায় ট্রাকও চালককে আটক করেছে সাভার হাইওয়ে থানাপুলিশ।
শুক্রবার দুপুরে আশুলিয়ার বিশমাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ঘিওরগামী একটি ট্রাক চাপা পরে নাহিদুর রহমান আশিক নামে এক যুবক।
খবর পেয়ে মালামাল বোঝাই ট্রাকটিসহ এর চালক আব্দুল আজিজকে আটক করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
নিহত নাহিদুর রহমান (২৪) আশুলিয়ার কুরগাঁও এলাকার বজলুর রহমানের ছেলে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই