সাতক্ষীরায় এস.বি মটরস এর অফিস উদ্বোধন করলেন সদর ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় র‌্যানকন অটোস লি. এর ডিলার এস.বি মটরস এর অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নারিকেলতলা ব্রীজ সংলগ্ন এস.বি মটরস এর অফিস র‌্যানকন অটোস লি. এর সিওও আশিক-উন নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাহিন্দ্রা গাড়ির শো-রুম দেশের বিভিন্ন স্থানে থাকলেও সাতক্ষীরাতে এই প্রথম এস.বি মটরস এই গাড়ির শোরুম উদ্বোধন করা হচ্ছে। আমরা বিদেশী টেকনোলজি ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবো।

এস.বি মটরস এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ, ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরী সাধারন সম্পাদক আব্দুল কাদের (কাদু), র‌্যানকন অটোস লি. এর সাতক্ষীরা ডিস্ট্রিবিউটর মো. আরিফুল হুদা (বিপুল), টাউন গার্লস স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর কবির, সাংবাদিক আবু কাজী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম রানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ ফারুকুজ্জামান ডেভিট।



মন্তব্য চালু নেই