নির্বাচন অফিসারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে

কিশোরগঞ্জে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ॥ কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নানা ভয়-ভীতি প্রদশর্নের অভিযোগ করেছেন জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সহ বিএনপি ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীগণ। গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগ সরেজমিন পরিদর্শনে জানা গেছে যে, উপজেলার ৫ নং চাঁদখানা ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম (সবুজ) নির্বাচনী আইন-কানুনের কোন তোয়াক্কা করছে না। নির্বাচনের প্রতীক বরাদ্ধের আগেই তিনি চারমাথা বাজার, চন্ডির বাজার ও চাঁদখানা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জনসমাগম স্থানে নৌকা প্রতীকসহ বিল-বোর্ড, ব্যানার, ফেস্টুন ও প্রতীক দিয়ে তোরণ নির্মান করছে। এছাড়াও ভোটারদের কাছে একটি মাত্র ভোট পেলেও আমিই চেয়ারম্যান নির্বাচিত হব এসব কথা বলে নানা ভয়-ভীতি প্রদর্শন করছে। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মোঃ হাফিজার রহমান (হাপি), বিএনপির সমর্থিত প্রার্থী সাইফুজ্জামান (রিয়ন), সতন্ত্র প্রার্থী ধনঞ্জয় শিবু, আঃ গফুর, ভূবন মোহন্ত ও বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী সহ ৬জন চেয়ারম্যান প্রার্থী জানান, আমরা ৬জন চেয়ারম্যান প্রার্থী যৌথ স্বাক্ষর দিয়ে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনসহ নানা ভয়-ভীতি প্রদর্শনের কারনে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাচন অফিসারের কাছে দিয়েছি, দেখি নির্বাচন অফিস কি ব্যবস্থা নেয়। সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ বিগত দিনে চেয়ারম্যান থাকার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এমন কোন দল নেই যে দলের স্বাদ গ্রহন করে নাই। বার বার দল বদলকারী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজকে (নৌকা) প্রতীকে ভোট না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ৫নং চাঁদখানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান দুলালসহ অন্যান্য নেতা কর্মীরা। অভিযোগের বিষয়ে সরকার দলীয় প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকীর সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই