বাসা থেকে দুই হাজার বোতল ফেন্সিডিল ও দুটি প্রইভেটকার উদ্ধার করেছে সিআইডি

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: সাভারে আশুলিয়ার পলাশবাড়ি বাঁশবাড়ি এলাকার একটি বাড়ি থেকে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিল ও দুটি প্রাইভেট কারে উদ্ধার করেছে সিআইডি পুলিশ।

রবিবার বিকেলে পলাশবাড়ি বাঁশবাড়ি এলাকার আব্দুর রহিম জুয়েলের বাড়িতে দুটি প্রাইভেট কারের পেছনের ডালা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রিত নগদ ৫৭হাজার  টাকা উদ্ধার করে সিআইডি পুলিশ।

সিআইডি পুলিশের জেষ্ঠ সহকারি পুলিশ সুপার রাহুল আমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে থেকে পলাশবাড়ি এলাকার একটি বাসা ভাড়া করে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম জুয়েলের উপর নজরদারি করছিলো সিআইডি পুলিশ।

এর ধারাবাহিকতায় আজ বিকেলে স্থানীয় থানা পুলিশের সহায়তায় জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে মাদকের চালানটি আটক করে সিআইডি।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

আব্দুর রহিম জুয়েল দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ থেকে মাদক নিয়ে এসে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসেছিলো বলে এসময় জানায় সিআইডি। মাদক ব্যবসার সাথে অন্যান জড়িতদের আটক করতে অভিযান অব্যহত আছে বলে এসময় জানায় সিআইডি।



মন্তব্য চালু নেই