কেন্দ্রীয় কারাগারে নিজামী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বুধবার বিকেলে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মতিউর রহমান নিজামী দশ ট্রাক অস্ত্র মামলায় আগে থেকেই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, কারাবিধি অনুযায়ী নিজামী কনডেম সেলে ছিলেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়ার পর তার জন্য নতুন কোনো নিয়ম প্রযোজ্য হবে না।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
নিজামীর বিরুদ্ধে ১৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ৮টি অভিযোগের মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই