ওআইসি শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন না। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার দুই দিনব্যাপী ওই শীর্ষ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে গতকাল সোমবার তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনিই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গত রোববার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে এবারের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ৫৭টি দেশের যৌথ উদ্যোগ গ্রহণ ও ওআইসির লক্ষ্য পূরণে বাস্তবধর্মী উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া সম্মেলনে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানানো হতে পারে।



মন্তব্য চালু নেই