আশুলিয়ায় ৩৭ শ্রমিককে চাকুরীচ্যুত করার প্রতিবাদে প্রতীক অনশন করেছে শ্রমিকরা
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: আশুলিয়ায় নিয়ম না মেনে ৩৭ শ্রমিককে চাকুরীচ্যুত করার প্রতিবাদে ও তাদের চাকরীতে পুন:বহালের দাবী শ্রমিকরা প্রতীক অনশন কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় আশুলিয়ার ইউনিকে হ্যান ওয়েন বিডি লিমিটেড পোশাক কারখানার সামনে জাতিয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এই অনশন কর্মসূচী পালন করে শ্রমকিরা।
এসময় শ্রমকিরা জানান, ট্রেড ইউনিয়ন গঠনের ফলে ৭ শ্রমিক ছাটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ঢাকা জাতিয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করলে আরও ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে হ্যান ওয়েন বিডি লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষ। ফলে বেআইনী ভাবে ছাটাই করা ৩৭ জন শ্রমিককে চাকরীতে পুন:বহালের জোর দাবী জানায় অংশগ্রহনকারী শ্রমকিরা। তাদের চাকরীতে পুন:বহাল না করা হলে আমরন অনশন করা হবে বলে তারা ঘোষনা দেয়।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য চালু নেই