বগুড়ায় নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আনোয়ারুল ইসলাম (৪২) নামে এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে উপজেলার আড়িয়াবাজারে তাকে হত্যা করা হয়। আনোয়ারুল ইসলাম কাটাবাড়িয়া মধ্যপাড়ার মৃত আজিজুল হকের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাত ৯টা থেকে আড়িয়াবাজারে দোকানপাট প্রহরায় কাজ করছিলেন আনোয়ারুল। ভোর ৩টা পর্যন্ত তাকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ভোর ৫টার দিকে বাজারের দক্ষিণপাশে আবর্জনা স্তূপের পাশে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার হাত লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারুল ইসলামের ভাতিজা রবিউল ইসলাম জানান, তার চাচার সঙ্গে কারো বিরোধ ছিল না। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, এটি পরিকল্পিত হত্যাকা- বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কারণ তাকে খুন করা হলেও দোকানপাট লুটের ঘটনা ঘটেনি।
মন্তব্য চালু নেই