বাধা পেয়ে প্রেসক্লাবের সামনে নার্সরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তার কার্যালয় অভিমুখে রওনা দিলে নার্সদের বাধা দিয়েছে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙতে না পেরে ফের প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন নার্সরা।

সোমবার দুপুরে নার্সদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাকে স্মারকলিপি দেওয়া এবং কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। তবে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যাওয়ার খবরে পুলিশ আগে থেকেই কদম ফোয়ারার সামনে প্রেসক্লাব থেকে হাইকোর্টের দিকে যাওয়ার সড়কের এক পাশে ব্যারিকেড দিয়ে রাখে। ফলে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রেসক্লাব, হাইকোর্ট ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বেকার নার্সরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশ কদম ফোয়ারার সামনে তাদেরকে বাধা দেয়। এ সময় নার্সরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন নার্সরা।



মন্তব্য চালু নেই