ঠাকুরগাঁও পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক বাড়ি ঘর পুড়ে ছাই
সফিকুল ইসলাম: ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক বাড়ি ঘর পুরে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাজিপুর ইউরিয়নের সাটিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এলাকাবাসীরা জানায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে । মহুত্বেই আগুন আশপাশের বাড়ি ঘওে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী বিষয়টি ফায়ার সার্ভিস স্টেশনকে জানালে , ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন । তবে এর মধ্যে ওই এলাকার ২০ টি পরিবারের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর , গরু-ছাগলসহ বাড়ির অসংখ্য মালামাল পুড়ে যায় । খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম , পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন । এ বিষয়ে নির্বাহী অফিসার জানান ,শনিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৩০ কেজি চাল ও দুই হাজার টাকা করে দেওয়া হবে । এ সময় ইউনিযন চেয়ারম্যান , মিডিয়া কর্মি ,ও নেতারা উপস্থিত ছিলেন ।
মন্তব্য চালু নেই