ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ৪টি ইউনিয়নে প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি। সোমবার সকালে জাতীয় পার্টির দলীয় অফিসে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়।

মনোনীত প্রার্থীরা হলেন, ২০নং রুহিয়া (পশ্চিম) ইউনিয়নে মোজাম্মেল হক, ২১নং ঢোলারহাট ইউনিয়নে রামকৃষ্ণ, ৯নং রায়পুর ইউনিয়নে ইমান আলী ও ৩নং
আকচা ইউনিয়নে সামাদ মেম্বার।

মনোনয়ন দেয়া উপলক্ষে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও জাপার সহ-সভাপতি এস এম সোলাইমান আলী, সহ-সভাপতি বাবু শ্যামল কুমার ঘোষ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল রাজী স্বপন চৌধুরী, উপজেলা আহ্বায়ক পজিদুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই