সেটেলমেন্ট অফিসে অভিযোগ

অন্যের জমি বল প্রয়োগে ভোগ দখল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মৌজার শাহজাদা ও শাহ আলমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত ভিটার জমি আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাক বল প্রয়োগে বসতভিটার জমি দখল করে ভোগ দখল করেন। জানা যায়, ক্ষতিগ্রস্থ্য শাহজাদাগং তাদের বসতভিটা উদ্ধারের জন্য সহকারী সেটেলমেন্ট অফিসার, কিশোরগঞ্জ বরাবর অফিযোগ প্রদান করেন।

জেএলনং-৩৭, হাল খতিয়ান-১৪৮৪, সাবেক দাগ- ১৪৫৮৯, হাল দাগ- ২৬২৭৮, জমির পরিমান-০১ শতাংশ। আর ও যানা যায়, ডিজিটাল দূর্ণীতিবাজ জয়নুল আবেদীন হাওলাদার, সহকারী সেটেলমেন্ট অফিসার, কিশোরগঞ্জ বল প্রয়োগে ভোগ দখলকারীদের দ্বারা প্রভাবিত হয়ে মূল মালিককে ন্যায় বিচার পাওয়ার অধিকার হতে বঞ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই