নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩

সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি বরফ করাখানায় বয়লা বিস্ফোরনে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন।

শনিবার দিবাগত রাতে আলীরাজ নামের বরফ তৈরি কারখানায় ওই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁচপুর এলাকাতে ‘আলীরাজ’ নামের একটি ওয়াকশপে বরফ তৈরি করতো। রাত সাড়ে ৯টায় ওই ওয়ার্কশপের বয়লার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন আগুনে দগ্ধ হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত ও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, বিস্ফোরণের কারখানাটিতে আগুন ধরে যায়। তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।



মন্তব্য চালু নেই