রাজস্ব বোর্ডে ব্যাপক রদবদল
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক জন মহাপরিচালকসহ রাজস্ব প্রশাসনের শীর্ষ ২৭ কর্মকর্তার রদবদল করা হয়েছে। এদের মধ্যে ৩ অতিরিক্ত কমিশনারকে কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
সোমবার সংস্থার কর প্রশাসন-১ এর দ্বিতীয় সচিব সেলিনা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। বিসিএস(কর) ক্যাডারের বদলি বা পদায়নের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নিয়েছে বলে তাতে বলা হয়েছে।
ঢাকা আপিলাত ট্রাইবুন্যাল দ্বৈত বেঞ্চ-৫ এর সদস্য মো. বেলাল উদ্দিনকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল মহা পরিচালক করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- আবদুল বাতেনকে চট্টগ্রাম আপিলাত ট্রাইব্যুনাল, মামুদুর রহমানকে সিলেট ও মোতাহার হোসেনকে কর অঞ্চল কুমিল্লার কমিশনার করা হয়েছে।
দপ্তর রদবদল হওয়া কর কমিশনাররা (নতুন কর্মস্থল উল্লেখ করা হয়েছে) হলেন- চিন্ময় প্রসূন বিশ্বাসকে ঢাকায় কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল; মো. নূরুল আলমকে বৃহৎ করদাতা ইউনিট ঢাকা; বেগম রওশন আরা আক্তারকে কর আপিল অঞ্চল-১ ঢাকা; কাজী ইমদাদুল হক কর আপিল অঞ্চল-২ ঢাকা; মো. দবির উদ্দিন কর অঞ্চল- চট্টগ্রাম; একে বোরহান উদ্দিন কর অঞ্চল বরিশাল; অপূর্ব কান্তি দাস-কর অঞ্চল১ চট্টগ্রাম; মাহবুব হোসেন- কর অঞ্চল গাজীপুর; প্রশান্ত কুমার রায়- কর আপিল অঞ্চল- খুলনা; মো. সেলিম আফজাল কর অঞ্চল১৩ ঢাকা; মো. নজরুল ইসলাম কর অঞ্চল-৪ চট্টগ্রাম; বেগম শাহীন আক্তার কর অঞ্চ-৯ ঢাকা; মো. গোলাম মোস্তফা- কর অঞ্চল ১২ ঢাকা; প্রদ্যুৎ কুমার সরকার- কর অঞ্চল ৩ চট্টগ্রাম; রমেন্দ্র চন্দ্র বসাক কর অঞ্চল-২ ঢাকা; সনজিত কুমার বিশ্বাস- সদস্য কর আপিল ট্রাইবুন্যাল, ঢাকা; সৈয়দ মো. মাহবুবুর রহমান-সদস্য কর আপিল ট্রাইবুন্যাল, ঢাকা; কানন কুমার রায়- কর অঞ্চল ৭ ঢাকা; রাধেশ্যাম রায়-কর অঞ্চল খুলনা; মো. আলমগীর হোসেন- সদস্য কর আপিল ট্রাইবুন্যাল, ঢাকা; মোহাম্মদ গোলাম নবী-সদস্য কর আপিল ট্রাইবুন্যাল, ঢাকা; সোয়ায়েব আহমেদ-কর আপিল ট্রাইবুন্যাল, চট্টগ্রাম; মাধব চন্দ্র দাস- সদস্য কর আপিল ট্রাইবুন্যাল,চট্টগ্রাম বেঞ্চ; মো. আবদুল বাতেন-সদস্য কর আপিল ট্রাইবুন্যাল, চট্টগ্রাম বেঞ্চ।
মন্তব্য চালু নেই