চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
শামীম রেজা, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টায় স্থানীয় স্টেডিয়ামে জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসান পুলিশ আনসার- ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপেল প্রদর্শিত হয়।
এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।
মন্তব্য চালু নেই