স্মার্টফোন নয় পিস্তল

প্রথম দেখায় মনে হবে এটি একটি সাধারণ স্মার্টফোন। কিন্তু হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে ভুল ভাঙ্গবে। কেননা, এটি সাধারণ ফোন থেকেও বেশি কিছু। এটি একটি পিস্তল। যা আত্মরক্ষায় দারুণ কার্যকরী।

এই পিস্তলটি তৈরি করেছে আইডিয়াল কনসিল নামের একটি পিস্তল। এই স্টার্টআপ প্রতিষ্ঠানটির কার্যালয় যুক্তরাষ্ট্রের মিনিসোটায়। প্রতিষ্ঠানটি এই ফোনটির দাম দিয়েছে স্পাইগান।

এখনও এটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়নি। এটি কনসেপ্ট পর্যায়ে রয়েছে। এটি উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি প্যাটেন্টের আবেদন করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি .৩৮০ ক্যালিবারের পিস্তল। যেটাকে স্মার্টফোনের মত ভাঁজ করে রাখা যাবে।

যদিও ফোনের সঙ্গে সাদৃশ্য আনার জন্য এতে মক ক্যামেরা ও ফ্লাশ রয়েছে। কিন্তু আদতে এটি একটি অস্ত্র।



মন্তব্য চালু নেই