দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি : নায়লা নাঈম

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দেশের আলোচিত মডেল নায়লা নাঈম। গতকাল বুধবার রাতে গাজীপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হন বলে জানিয়েছেন নায়লা নাঈম।

নিজের নির্মিতব্য বাড়ির কাজ দেখতে সেখানে যাচ্ছিলেন বলে জানান নায়লা। কিন্তু যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পুরো শরীরে আঘাত পেলেও তাঁর নাকের আঘাত গুরুতর বলে জানান তিনি। ফেসবুকে নিজের স্ট্যাটাসে তিনি জানান, দুর্ঘটনার সময় অটোরিকশায় ছিলেন। এ সময় হঠাৎ স্পিড ব্রেকার এসে পড়লে ভারসাম্য হারিয়ে বেশ কিছু দূরে ছিটকে পড়েন এবং আহত হন তিনি।

দুর্ঘটনার পর গাজীপুরের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন নায়লা নাঈম। আজ বৃহস্পতিবার বিকেলে নায়লা নাঈম বলেন, ‘আমি এখন ঠিক আছি। তবে পুরো শরীরে ব্যথা আছে। নাকের একটা হাড় হয়তো ভেঙে গেছে। আজই নাকের এক্স-রে করাব। কেউ চিন্তা করবেন না। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’

মডেলিং ও বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রের আইটেম গার্ল হিসেবেও সুনাম অর্জন করেছেন নায়লা নাঈম। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রের আইটেম গানের শুটিং শেষ করেছেন বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই