গণবি’তে বোষ্টমীর চিত্র প্রদর্শনী
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মত হয়ে গেল ‘বোষ্টমী সাংস্কৃতিক সংঘ’ কর্তৃক আয়োজিত ‘আর্ট এক্সিবেশন’ । বৈষম্য,সহিংসতা, ধর্ষন, শিশু হত্যা, ছিনতাই, ব্লগার হত্যা, ঘুষ,মৌলবাদ,সমঝোতা, অপসংস্কৃতি, দুর্ভোগ খচিত ফলক ভেঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভি.সি. অধ্যাপক ড.মেসবাহ্ উদ্দিন আহমেদ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মাহমুদ শাহ্ কোরেশী,পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।এক্সিবেশনের প্রতিটি ছবিই তারা পরিদর্শন করেন এবং ছবির ব্যাখ্যা জানতে চাইলে ছবি শিল্পীরা তা ব্যাখ্যা করেন ।
আর্ট এক্সিবেশনে মোট ৩ জন শিক্ষার্থীর প্রায় ১৮ টি ছবি স্থান পায় ।তারা হলেন ফার্মেসী বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফয়সাল, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ১০ তম ব্যাচের শিক্ষার্থী পুষ্পেন চক্রবর্তী এবং এমবিবিএস বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী তাসনুভা আফরোজ নোভা ।
আর্ট এক্সিবেশন পরিদর্শন শেষে ভি.সি. অধ্যাপক ড.মেসবাহ্ উদ্দিন আহমেদ বলেন, এরকম অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া দরকার ।ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতেও আহ্বান জানান তিনি ।
বোষ্টমীর ইউসুফ হাসান বলেন, ‘আমরা এমন একটি অনুষ্ঠান ভালভাবে শেষ করতে পেরেছি এর চেয়ে আনন্দের আর কি হতে পারে । বেসরকারী বিশ্ববিদ্যালয় হলেও আমরা কোন অংশে কম নয় । ভবিষ্যতেও আমরা চেষ্টা চালিয়ে যাব’ ।
অনুষ্ঠানে দর্শকদের মন মাতাতে সঙ্গীত পরিবেশনা করেন ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী তাপস প্রান্ত,ইংরেজী বিভাগের জুয়েল ও আইন বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান জনি ।
মন্তব্য চালু নেই