টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক : সীমান্তে যৌথ টহল বিষয়ে ঐক্যমত
ফয়েজুল ইসলাম রানা, টেকনাফ: টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহল বিষয়ে ঐক্যমতসহ দ্বি-পাক্ষিক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২১ মার্চ সোমবার সকাল ১১ টায় টেকনাফ স্থল বন্দর সংলগ্ন মালঞ্চ রেষ্ট হাউজে বাংলাদেশ মিয়ানমার এ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে টেকনাফ ২ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদের নেতৃত্বে বাংলাদেশের ৮ সদস্য ও মিয়ানমারের ১ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার পুলিশ লেঃ কর্ণেল চটিং জা এর নেতৃত্বে ৯ সদস্য পতাকা বৈঠকে অংশ গ্রহন করেন।
লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ জানান, ঘন্টাব্যাপী বৈঠকে সীমান্ত দিয়ে ইয়াবা পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তের নদীপথে যৌথ টহলের বিষয়ে ঐক্যমত ও গুরুত্বপূর্ণ বিষয়সহ উভয় দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি আরো জানান, এটি উভয় দেশের নিয়মিত বৈঠক। আগামী বৈঠক মিয়ানমারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০ টায় মিয়ানমারের ১ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল চটিং জা এর নেতৃত্বে ৯ সদস্য স্থল বন্দর সংলগ্ন ইমিগ্রেশন জেটি দিয়ে বাংলাদেশে পৌঁছলে টেকনাফ ২ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ তাদের শুভেচ্ছা জানান। এসময় তার সাথে উপ অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই