আগামী মাস থেকে পিএসসির আদলে শিক্ষক নিয়োগ

আগামী মাস থেকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন বা নন-গভর্নমেন্ট টিচার সিলেকশন কমিশন (এনটিএসসি) গঠন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রবিবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ আগের নিয়মে আর হচ্ছে না। সে জন্য ২০১০ সালে একটি আলাদা আইন করা হয়েছে। এই আইনে পিএসপির আদলে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আমরা সেই কাজ শুরু করবো আগামী মাস থেকে।

তিনি বলেন, এই প্রক্রিয়ায় বিটিআরসি এবং এনটিআরসিএ একটি কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং ভোগান্তি দূর হবে বলে মন্ত্রী আশা করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সারাদেশে টেলিটকের নেটওয়ার্ক আরো শক্তিশালী করা হবে।



মন্তব্য চালু নেই