নর্থ পোল্ট্রি ফার্মে আবার সংঘর্ষ, আহত ৩

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জের নর্থ পোল্ট্রি ফামের্র ভাড়াটিয়া দুস্কৃতিকারীদের সাথে দুপুরে গ্রামবাসীর সাথে আবার সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা চরকবন্দ গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আব্দুল খালেকের ১ একর ৬০ শতক জমির উপর নর্থ পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে খালেক তার পরিবারের লোকজন সহ বাঁধা দেয়।

এ সময় ভাড়াটিয়া দুস্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়। তাদের বাঁচাতে গ্রামের লোকজন এগিয়ে এলে সংঘর্ষ বাঁধে। এ সময় আশরাফ আলী (৬৫),তার পুত্র জিয়ারুল (৩৫) ও খালেক’র স্ত্রী বিজলী (৫০) আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পরিবেশ শান্ত রয়েছে।

ধারণা করা হচ্ছে, নর্থ পোল্ট্রি ফার্মের জমি নিয়ে যে কোন মুহুর্তে বড় ধরণের সংঘর্ষ হতে পারে। দূর্ঘটনা এড়াতে পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং উপজেলা প্রশাসন’র বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা লক্ষ্য করা গেছে।



মন্তব্য চালু নেই