যাত্রীর মোবাইল চুরির দায়ে বিমানকর্মী আটকঃ ৬ মাসের জেল

যাত্রীর মোবাইল চুরির দায়ে ১ বিমানকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ (১৫/০৩/১৬ ইং) তারিখ সময় সকাল অনুমান ০৮.৫০ টায় অভিযুক্ত ব্যক্তি- ১। কাউছার ইসলাম (২৫), আইডি নং-১০০৪৪ কে আটক করা হয়।

ঘটনার বিবরনে জানা যায় যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ০৫নং বোর্ডিং ব্রীজে BG-026 ফ্লাইট উক্ত সময়ে দোহা থেকে ঢাকায় আগমন করলে মালামাল নামানোর সময় বিমানের ভিতর থেকে ৩ টি মোবাইল ফোন চুরি করেন কাউছার। যার মধ্যে আছে ০১(এক)টি ENES মোবাইল ফোন যার MODEL-G8, IMEI NO- 869696020132168, ও ০১ (এক) টি SAMSUNG মোবাইল ফোন, যার MODEL-G530H/DS IMEI NO-358500/06/641241/9 এবং ০১(এক)টি SAMSUNG মোবাইল ফোন, যার MODEL-J100H, IMEI NO- 357539060321888। অসৎ উদ্দেশ্যে উক্ত মোবাইল ফোন সমূহ নিজ হেফাজতে নিয়ে গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

পরবর্তিতে তাকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।



মন্তব্য চালু নেই