পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন ড. আতিউর রহমান।
মঙ্গলবার সকালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিস্তারিত বলা হবে বলে জানিয়েছে কার্যালয় সূত্র।
এর আগে মঙ্গলবার সকালে গুলশানে গভর্নর হাউজে অপেক্ষমাণ সাংবাদিকদের ড. আতিউর রহমান বলেন, ‘নৈতিক কারণে আমি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত আছি। এরই মধ্যে আমার পদত্যাগপত্র তৈরি করে ফেলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তার হাতে আমি পদত্যাগপত্র তুলে দেব।’ এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সকালে তার কার্যালয়ে যান আতিউর রহমান।
ড. আতিউর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর ড. আবুল কাশেমকে।
এদিকে, আতিউর রহমান গভর্নরের পদ থেকে পদত্যাগ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ডাকা দুপুরের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
মন্তব্য চালু নেই