অর্থমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন কাল

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে বক্তৃব্য রাখবেন।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল অংকের অর্থ চুরির ঘটনা নিয়ে দেশজুড়ে যখন ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল তার প্ররিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আজ/কালের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।তবে কী ব্যবস্থা নেয়া হবে সে ব্যাপারে কিছু জানাননি।

আগের দিন তিনি বলেছিলেন, অর্থ চুরির ঘটনা দীর্ঘ এক মাস সরকারকে না জানিয়ে গভর্নর ড. আতিউর ধৃষ্টতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।পরে কাল সন্ধ্যায় এবং মন্ত্রিসভার বৈঠকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।এরই ধারাবাহিকতায় এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।



মন্তব্য চালু নেই