অঝোরে কাঁদলেন দীপিকা
সদা হাস্যোজ্জ্বল চেহারায় দেখেই সবাই অভ্যস্ত বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। কিন্তু গত ২১ অক্টোবর এনডিটিভির স্টুডিওতে রীতিমতো কাঁদতে হয়েছে এ অভিনেত্রীকে। হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রচারণা অনুষ্ঠানে অভিনেতা বোমান ইরানির কথা তাকে কাঁদতে বাধ্য করেছে।
এ সময় এনডিটিভির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান, পরিচালক ফারাহ খান, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানিসহ হ্যাপি নিউ ইয়ার টিমের সদস্যরা।
অনুষ্ঠানে হ্যাপি নিউ ইয়ার সিনেমা নিয়ে নানা কথাই বলেন আগত অতিথিরা। কথার একপর্যায়ে বোমান ইরানি কিছুটা নস্টালজিক হয়ে বলেন, ‘আমরা মাঝে মাঝে অনেক বিষয়ে বিমর্ষ হয়ে পড়ি। তখন চোখের জলও আটকাতে পারি না। একসঙ্গে দীর্ঘদিন কাজ করার পর আলাদা হয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলাটা দোষের কিছু নয়।’
নস্টালজিক বোমান আরো বলেন, ‘কয়েক দিন আগে শাহরুখের ঘরে বসে ম্যায় হু না দেখছিলাম। তখন ম্যায় হু না সিনেমার শুটিংয়ের অনেক স্মৃতিচারণা করেছি। অনেক দিন পর হয়তো পৃথিবীর কোনো এক জায়গায় বসে হ্যাপি নিউ ইয়ার দেখব, তখনো হয়তো একইভাবে স্মৃতিচারণা করব।’
এ কথা শেষ না হতেই দীপিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। বোমানের এ কথাগুলো ফারাহকেও চোখ মুছতে বাধ্য করে। এ সময় ফারাহ বলেন, ‘বোমান তুমি কি আমাদের কাঁদাতে চাইছ?’
চলতি মাসের ২৪ তারিখে মুক্তি পাবে হ্যাপি নিউ ইয়ার সিনেমাটি।
এনডিটিভি অনুষ্ঠানের ভিডিও লিংক :
মন্তব্য চালু নেই