আ’লীগের কাউন্সিল পেছানোর কোনো সম্ভাবনা নেই : সৈয়দ আশরাফ

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলের জাতীয় কাউন্সিল এখন পর্যন্ত পিছানোর কোনো সম্ভাবনা নেই। নির্ধারিত সময়েই মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। পিছানোর প্রয়োজন হলে ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হবে।

শুক্রবার বিকেলে তিনি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের স্থান পরিদর্শনকালে এ কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, ক্রীড়া উপমন্ত্রী, সংসদ সদস্য, পৌর মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা।

তিনি ময়মনসিংহ বিভাগের উন্নয়নে সব ধরনের আশ্বাস দিয়ে বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা ময়মনসিংহের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাস্তাঘাটসহ বহ্মপুত্র নদের দুই পাশেই শহরের উন্নয়ন করা হবে।

জনপ্রশাসনমন্ত্রী ও কৃষিমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজে পৌঁছান।



মন্তব্য চালু নেই