রাজপথের আন্দোলন জয়ী : ইমরান এইচ সরকার

জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় ‘রাজপথের আন্দোলন জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

আজ মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর শাহবাগে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

ইমরান এইচ সরকার বলেন, জামায়াতের অর্থ-প্রতিপত্তি ব্যবহার করে এ রায় প্রভাবিত করার চেষ্টা করেছেন মীর কাসেম। এ রায়ের মাধ্যমে ‍আদালত আবারও প্রমাণ করলো কোনো অপরাধের ক্ষেত্রে আদালত আপস করে না।

তিনি বলেন, এ রায়ের মধ্যে দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যড়যন্ত্র পরাজিত হয়েছে। এসময় তিনি মীর কাসেমের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।



মন্তব্য চালু নেই