আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন : খালেদা জিয়া

এবার আন্দোলনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘চেয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নির্বাচন দেবে সরকার। এখন আমরা কিছুদিন গণসংযোগ করবো আপনারা প্রস্তুত থাকেন, সময়মত ডাক দেব, আপনারা ঝাঁপিয়ে পড়বেন।’
সোমবার রাতে রাজশাহী বিভাগের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘আমরা ৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের পর এই সরকারকে আমারা আলোচনার জন্য ১০ মাস সময় দিয়েছি।
এখন এই সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের ব্যাপক উন্নয়ন করা হবে। গুম, খুন বন্ধ করা হবে।’
এই অনির্বাচিত সরকার নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের কোনো কাজ দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার মুখে কেবল বড় বড় কথা বলে তবে কাজে নেই। এই সরকার সুস্থ মস্তিষ্কের নয়। এরা বিকৃত মস্তিষ্কের। এরা কথায় কথায় পাক আর্মির কথা বলে। এরা তাদের চেয়েও খারাপ।’
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ফজলুর রহমান পটল, ব্যারিস্টার মাহববুদ্দীন খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই