জাতীয়করণ প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষকদের তালিকা

বিভিন্ন কারণে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের এমপিও অনুযায়ী জাতীয়করণ প্রক্রিয়া থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিট। এবারে তাদেরকে জাতীয়করণের পক্ষে নানা সুপারিশ ও যুক্তি দেখিয়ে তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে দু’এক দিনের মধ্যে। চুড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

তালিকার ভিত্তিতে আজ প্রকাশ করা হলো চট্টগ্রাম বিভাগের শিক্ষকদের নাম:

হাফসা খাতুন, সহকারী শিক্ষক, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশখালী চট্টগ্রাম।

মোহাম্মদ নুরুছালাম, সহকারী শিক্ষক, আলহাজ্জ ইউনুচ মিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলী চট্টগ্রাম।

ফেরদৌস আরা পারভীন, সহকারী শিক্ষক, পেয়ারী মোহন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়তলী চট্টগ্রাম।

জাহানারা বেগম, সহকারী শিক্ষক, আলহাজ্জ আবু ছিদ্দিক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়তলী চট্টগ্রাম।

হাছিনারা বেগম, সহকারী শিক্ষক, উত্তর গোমাতলী মোহাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় সরদ কক্সবাজার।

রোজিনা বেগম, সহকারী শিক্ষক, শাহাজীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কুতুবদিয়া কক্সবাজার।

মো. সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিরাঙ্গা খাগড়াছড়ি।

জান্নাতুল ফেরদৌস, সহকারি শিক্ষক, হাজী নজর সরকারি প্রাথমিক বিদ্যালয় চকরিয়া কক্সবাজার।

অঞ্জনা সাহা, ১৫ নং পুরান বাজার মার্চেন্ট একাডেমী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর সদর, চাঁদপুর।

উমা রানী দত্ত, ১৫ নং পুরান বাজার মার্চেন্ট একাডেমী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর সদর, চাঁদপুর।

নাঈম উদ্দিন খান, ৪নং ষোলঘর আদর্শ রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা উপজেলার ঠিকানা পাওয়া যায়নি।

নাজমুন নাহার, ৫নং উদয়ন শিশু রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা উপজেলার ঠিকানা পাওয়া যায়নি।

দিলারা আক্তার, ৫নং উদয়ন শিশু রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা উপজেলার ঠিকানা পাওয়া যায়নি।

বন্যা রানী দাস, ৫নং উদয়ন শিশু রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা উপজেলার ঠিকানা পাওয়া যায়নি।

সেলিনা জাহান, ৫নং উদয়ন শিশু রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা উপজেলার ঠিকানা পাওয়া যায়নি।

মো. শাহজাহান মিয়া, ১৭ নং বড়হিত রেজিঃ বেসকরারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি-বাড়িয়া।

মো. জসিম উদ্দিন, ১৭ নং বড়হিত রেজিঃ বেসকরারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি-বাড়িয়া।

সুলতানা নাহিদা আক্তার, ১৭ নং বড়হিত রেজিঃ বেসকরারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি-বাড়িয়া।

মোছা. সিমু বেগম, ১৭ নং বড়হিত রেজিঃ বেসকরারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি-বাড়িয়া।

মুর্জিনা আক্তার, ৭ নং রুদ্রাক্ষবাড়ী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি- বাড়িয়া।

নিখিল চন্দ্র কপালী, ৭ নং রুদ্রাক্ষবাড়ী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি- বাড়িয়া।

সূর্যকান্ত মজুমদার, ৭ নং রুদ্রাক্ষবাড়ী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি- বাড়িয়া।

মোছা. আকলিমা বেগম, ৭ নং রুদ্রাক্ষবাড়ী রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর বি- বাড়িয়া।

আবদুল হামিদ, ২১ নং নারায়নপুর দঃ রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর, বি-বাড়িয়া।

খোরশেদ আলম, ২১ নং নারায়নপুর দঃ রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর, বি-বাড়িয়া।

মির্জা আজিজ আহম্মেদ, ২১ নং নারায়নপুর দঃ রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর, বি-বাড়িয়া।

মোছা. তছলিমা বেগম, ২১ নং নারায়নপুর দঃ রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর, বি-বাড়িয়া।

মো. সেলিম, চর বালুয়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যায়ল লক্ষীপুর রামগতি। (দৈনিকশিক্ষা)



মন্তব্য চালু নেই