শাহজালালে ১০০০ জাল এটিএম কার্ড জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার জাল এটিএম কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার বেলা ১টার দিকে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল হক জানান, কার্ডগুলো ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হংকংয়ের একটি ফ্ল্যাইটযোগে (টিজি-৩২১) ঢাকায় আনা হয়। তবে এগুলোর জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না।
তিনি আরো জানান, ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোট পাঁচটি কার্টন আসে। যার একটি কার্টন থেকে কার্ডগুলো জব্দ করা হয়। আর বাকি কার্টনগুলোতে বিভিন্ন ব্যবসায়ীক পণ্য ছিল। প্যাকেটের গায়ে হংকং থেকে এসেছে উল্লেখ করা হলেও বিমানের বিলে উল্লেখ করা হয়েছে থাইল্যান্ড থেকে এগুলো আনা হয়েছে। প্যাকেটগুলোতে পারটেক্স প্লাস্টিক, সঞ্জয় সালাদান, মহাখালী- ঠিকানা লেখা ছিল। কার্ডগুলো অসৎ উদ্দেশ্য দেশে আনা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

































মন্তব্য চালু নেই